Site icon Jamuna Television

আবারও মির্জা ফখরুল-আব্বাসের জামিন নামঞ্জুর

ছবি: মির্জা ফখরুল ও আব্বাস । ফাইল ফটো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদনের আবারও খারিজ করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে জামিন নামঞ্জুর করা হয়। ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার হন বিএনপি নেতারা। সকালে তাদের পক্ষে জামিনের আবেদন করা হয়।

মির্জা ফখরুলের আইনজীবী জানান, আরও কয়েকজন আসামির পক্ষে জামিনের আবেদন করা হয়েছে। এর আগে গত সোমবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসসহ ২২৪ জনের জামিন আবেদন নাকচ করে দেন ঢাকার সিএমএম আদালত। মঙ্গলবার জামিন নাকচ হয় আরও ১০৬ বিএনপি নেতা-কর্মীর।

এটিএম/

Exit mobile version