Site icon Jamuna Television

ফাইনালে কি খেলবেন করিম বেনজেমা?

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপ শুরুর আগেই ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন ফ্রান্সের তারকা ফুটবলার করিম বেনজেমা। এই তারকাকে ছাড়াই ফাইনালে পৌঁছে গেছে ফ্রান্স। এখন গুঞ্জন উঠেছে ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলার জন্য প্রস্তুত তিনি। খবর ইউইরো স্পোর্টস’র।

চোটের কারণে দল থেকে ছিটকে গেলেও বেনজেমার জায়গায় নতুন কোনো খেলোয়াড়কে নেয়নি ফ্রান্স। সুতরাং বেনজেমার জায়গাটা তার জন্যই ধরা আছে।

মরক্কোর বিপক্ষে জয়ের পর ফ্রান্সের কোচ দেশম বেনজেমাকে ফাইনালে দেখা যাবে কি না, এমন প্রশ্নের উত্তরে বলেন, আমি এই প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না। আমি দুঃখিত। দয়া করে পরবর্তী প্রশ্নটা বলুন।

এখন শুধু সময়ের অপেক্ষা বেনজেমা আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে খেলবেন নাকি টিভির সামনে বসেই উপভোগ করবেন নিজ দেশের ফাইনাল ম্যাচ।

/এনএএস

Exit mobile version