Site icon Jamuna Television

মরক্কোকে স্যালুট জানালেন ফরাসি প্রেসিডেন্ট

সেমিফাইনালসহ পুরো ফুটবল বিশ্বকাপ আসরে দুর্দান্ত খেলার জন্য মরক্কোকে স্যালুট জানালেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। বুধবার রাতে ম্যাচ পরবর্তীতে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

ম্যাকরন বলেন, সেমিফাইনালটা ছিল দুর্দান্ত। লড়াকু মানসিকতা নিয়ে খেলার জন্য মরক্কোর টিমকে স্যালুট জানাই। বিশ্বকাপ আসরে এতো সুন্দর ম্যাচ উপহারের জন্য তারা ধন্যবাদ প্রাপ্য। দেশটির জন্য রইলো শুভকামনা।

দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোর স্বপ্নযাত্রা ২-০ গোলে থামিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। গোল দুটি করেছেন ডিফেন্ডার থিও হার্নান্দেজ ও ফরোয়ার্ড কোলো মুয়ানি। এই জয়ে ১৮ ডিসেম্বর ফাইনালে মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স।

ইউএইচ/

Exit mobile version