Site icon Jamuna Television

তাইওয়ানে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

তাইওয়ানের রাজধানী তাইপে সিটিতে অনুভূত হলো ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প। অবশ্য বড় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর বার্তা সংস্থা এপির।

দেশটির জাতীয় আবহাওয়া অফিসের তথ্য অনুসারে, স্থানীয় সময় ভোর চারটা নাগাদ অনুভূত হয় কম্পন। যেটির উৎপত্তি ছিল হুয়ালিয়েন শহর থেকে ২৯ কিলোমিটার দূরে। কেন্দ্রস্থল ছিল ভূভাগ থেকে ছয় কিলোমিটার গভীরে। কম্পনের স্থায়িত্ব ছিল এক মিনিটের মতো। প্রাণরক্ষায় অনেকেই বাড়ি থেকে বেরিয়ে আসেন রাস্তায়।

উল্লেখ্য, ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছিল তাইওয়ানে। যাতে প্রাণ হারান দু’হাজারের বেশি মানুষ। দুটি টেকটোনিক প্লেটের ওপর তাইওয়ানের অবস্থান। সে কারণেই এলাকাটি বেশি ভূমিকম্প প্রবণ।

ইউএইচ/

Exit mobile version