Site icon Jamuna Television

পহেলা বৈশাখের পর থেকে অনলাইনে ভূমিকর পরিশোধ করতে হবে: ভূমিমন্ত্রী

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ফাইল ছবি।

আগামী পহেলা বৈশাখের পর থেকে সারাদেশে অনলাইনে ভূমিকর পরিশোধ করতে হবে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে বিএসআরএফ সংলাপে এই ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

ভূমিমন্ত্রী বলেন, এর পর থেকে হাতে হাতে ভূমিকর নেয়া হবে না। অনলাইনে কর দেয়ার পর অনলাইনেই কিউআর কোড সমৃদ্ধ রশিদ সংগ্রহ করতে পারবেন করদাতারা। ভূমি মালিকদের স্মার্ট কার্ড ইস্যু করা হবে বলেও জানান তিনি।

তিনি বলনে, জমির মালিকানার প্রমাণ হিসেবে সার্টিফিকেট অব ল্যান্ড ওনারশিপ-সিএলও নামক দলিলই যথেষ্ট হবে। এতে করে ডিড, রেজিস্ট্রেশন, খতিয়ান ও কিংবা মৌজা ম্যাপ আর প্রয়োজন হবে না। ভূমিসংক্রান্ত যে কোনো দুর্নীতি রোধে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এটিএম/

Exit mobile version