Site icon Jamuna Television

দুঃখ পেও না ভাই, তুমি ইতিহাস গড়েছ: হাকিমিকে এমবাপ্পে

ছবি: সংগৃহীত

আশরাফ হাকিমিকে স্বান্তনা দিয়ে টুইটারে পোস্ট দিয়েছেন ফ্রান্সের সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে।

পোস্টে এমবাপ্পে বলেন, দুঃখ পেও না ভাই। তুমি ইতিহাস রচনা করেছ। তুমি যা করেছ, তা নিয়ে সবাই গর্ব করছে।

বুধবার (১৪ ডিসেম্বর) এই বিশ্বকাপে সবাইকে চমকে দেয়া মরক্কোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে ফ্রান্স। ম্যাচে দাপট দেখালেও শেষ পর্যন্ত জয় পাওয়া হয়ে ওঠেনি মরক্কোর।

পরাজয়ের পরেই স্বাভাবিকভাবেই হাকিমির চোখেমুখে ছিল বিদায়ের কষ্ট। সেই বিদায়ের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে ম্যাচ শেষে হাকিমিকে সান্ত্বনা দিতে দেখা গেছে এমবাপ্পেকে।

/এনএএস

Exit mobile version