Site icon Jamuna Television

‘মায়ের ডাক’ সংগঠনের মাধ্যমে বিএনপি মার্কিন রাষ্ট্রদূতকে বিতর্কিত করেছে: তথ্যমন্ত্রী

‘মায়ের ডাক’ সংগঠনের মাধ্যমে বিএনপি মার্কিন রাষ্ট্রদূতকে বিতর্কিত করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, দেশের মানুষ বিএনপিকে আর দেশ পরিচালনার দায়িত্ব দেবে না।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে ক্যাবল অপারেটরদের সংগঠন কোয়াব এর নবনির্বাচিত কমিটির সাথে মত বিনিময় শেষে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের উষ্ণ সম্পর্ক রয়েছে। যারা রাষ্ট্রদূত পিটার হাসকে বিতর্কিত করতে চাচ্ছে, তারা কাজটি ঠিক করেননি।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘মায়ের ডাকে’ এর কারণে ‘মায়ের কান্না’ সংগঠনের ক্ষতিগ্রস্তরা গিয়েছিল মার্কিন রাষ্ট্রদূতের কর্মসূচিতে। তিনি তাদের কথা শোনেনি। একপক্ষের কথা শুনেই চলে গেছেন। তবে এই ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হবে না বলে দাবি করেছেন মন্ত্রী।

এসজেড/

Exit mobile version