Site icon Jamuna Television

নতুন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার

সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব পদে দায়িত্বগ্রহণ করেছেন কবির বিন আনোয়ার। উন্নয়ন কর্মকাণ্ড, নিরাপত্তা ও সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণ কার্যক্রম সমন্বয়ে তিনি কাজ করবেন বলে জানান। বলেন, রাজনীতি আমাদের কাজের অংশ না।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেল তিনটায় নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নেন কবির বিন আনোয়ার। এর আগে তাকে শুভেচ্ছা জানান বিদায়ী সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এ সময় মন্ত্রিপরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দায়িত্ব নেয়ার পর কবির বিন আনোয়ার জানান, অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন ও সমন্বয় করবো। বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক সংকট চলছে। এ অবস্থায় খাদ্য পরিস্থিতি, সার সংকটের সমাধান আমার কাজের ক্ষেত্রে গুরুত্ব পাবে। অর্থনৈতিক সংকটের কারণে সারাবিশ্বে নেগেটিভ প্রবৃদ্ধি হলেও বাংলাদেশে প্রবৃদ্ধি কমেনি বলে জানান তিনি।

এসজেড/

Exit mobile version