Site icon Jamuna Television

নতুন অংশীদারদের সাথে ব্যবসা সম্প্রসারণ করবে মস্কো: পুতিন

ছবি: সংগৃহীত

নতুন অংশীদারদের সাথে ব্যবসা সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সম্পর্কিত ঘোষণা দেয়ার সময় অংশীদারদের মধ্যে চীনের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন পুতিন। খবর আলজাজিরার।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রুশ টেলিভিশনে সম্প্রচারিত জাতির উদ্দেশে দেয়া এক বক্তব্যে পুতিন বলেন- এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকায় অর্থনেতিক সম্পর্কোন্নয়ন করবে রাশিয়া। আমরা লজিস্টিকস এবং অর্থায়ন সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেবো। নিষেধাজ্ঞার মাধ্যমে পশ্চিমারা রাশিয়াকে অনুন্নত বিশ্বে ঠেলে দেয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা স্ব-বিচ্ছিন্নতার পথে যাবো না। রাশিয়া বরং উল্টো সম্পর্ক সম্প্রসারণ করছে এবং যাদের স্বার্থ আছে তাদের সঙ্গে সহযোগিতা আরও বৃদ্ধি করবে।

রাশিয়ার এই প্রেসিডেন্ট বলেন, আমরা পূর্ব এশিয়ায় গ্যাস বিক্রি বৃদ্ধি করবো। এ সময়, তুরস্কে নতুন গ্যাস হাব স্থাপনের ঘোষণা পুনর্ব্যক্ত করেন পুতিন।

/এসএইচ 

Exit mobile version