Site icon Jamuna Television

ফাইনালে যে জার্সি পরে খেলবে আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে নিজেদের পছন্দের হোম জার্সি অর্থাৎ আকাশী নীল-সাদা জার্সি পরে খেলতে নামবেন লিওনেল মেসিরা।

রোববার (১৮ ডিসেম্বর) কাতারের লুসাইল স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ফাইনালে গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এ ম্যাচে নামার আগে চারদিকে আলোচনা ছিল কোন জার্সি পরে খেলবেন মেসিরা। পরে জানা গেছে হোম জার্সি পরেই খেলবে দলটি।

বিশ্বকাপের সবশেষ দু’টি ফাইনালে অ্যাওয়ে জার্সি পরে খেলেছিল আর্জেন্টিনা। দুইবারই জার্মানদের কাছে হেরে আলবিসেলেস্তেদের স্বপ্নভঙ্গ হয়। দুটি হারই ১-০ ব্যবধানে। তাও ম্যাচের শেষ মুহূর্তে গোল হজম করে হারে তারা।

অন্যদিকে ১৯৭৮ সালে ঘরের মাঠে এবং ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে যে দুইবার বিশ্বকাপ জিতেছিল তারা, দুইবারই নিজেদের হোম জার্সি অর্থাৎ আকাশী নীল-সাদা রঙয়ের জার্সি পরে খেলেছিল দলটি।

/এনএএস

Exit mobile version