Site icon Jamuna Television

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এখন ঢাকায়

তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সন্ধ্যা ৬টার দিকে বিশেষ ফ্লাইটে ১২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় অবতরণ করেন তিনি।

এসময় তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। সেখানে থেকে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী চলে যান সোনারগাঁও হোটেলে।

কাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন রাজনাথ সিং। এরপর যমুনা ফিউচার পার্কে ভারতের নতুন ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি।

সেখান থেকে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে উদ্বোধন করবেন বাংলাদেশ-ভারত মৈত্রী ভবনের। ফিরে এসে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের দেয়া নৈশভোজে।

সফরের তৃতীয় দিন সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন রাজনাথ সিং। ওইদিন দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সফরে দুই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

Exit mobile version