Site icon Jamuna Television

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় দাদির কোল থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ইভা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দাদি মমতাজ বেগম গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকালে দাদি আর ফুফুর সঙ্গে চিটাগাং রোডে খালার বাসায় বেড়াতে যাচ্ছিল ইভা। সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ীর চৌরাস্তা এলাকায় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। রাতেই ইভার মরদেহ নেয়া হয় ঢাকা মেডিকেলের মর্গে। গুরুতর আহত দাদিকে ভর্তি করা হয় সেখানকার জরুরি বিভাগে।

পুলিশ জানায়, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন নিহতের স্বজনরা।

নিহত ইভা শরীয়তপুর জেলার পালং উপজেলার বিনোদপুর ঢালিকান্দি গ্রামের ইব্রাহিম আকনের একমাত্র মেয়ে। তাদের বাসা ঢাকায় লালবাগের শহীদ নগর এলাকায়।

ইউএইচ/

Exit mobile version