
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গণে শুরু হয়েছে তিনদিনব্যাপী মহান বিজয় দিবসের আয়োজন। ১৫ ডিসেম্বর শুরু হয়ে এ আয়োজন চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। তিনদিনই রয়েছে নানা কর্মসূচি।
উপ-হাইকমিশন প্রাঙ্গণের বঙ্গবন্ধু মঞ্চে হয় উদ্বোধনী আয়োজন। এতে স্বাগত বক্তব্য দেন উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস। এ সময় বঙ্গবন্ধুর ছবি দিয়ে প্রদর্শনীরও আয়োজন করা হয়। এছাড়া ছিল ‘বিজয়ের ৫১ বছরে বাংলাদেশ-ভারত সম্পর্ক: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, বাংলাদেশের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মহম্মদ শাহ আজম, কলকাতার সাংবাদিক মানস ঘোষ, উপ হাইকমিশনার আন্দালিব ইলিয়াসসহ অনেকে। এনআরবি ওয়ার্ল্ড ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের অংশগ্রহণে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন।
ইউএইচ/



Leave a reply