Site icon Jamuna Television

বিজয় এখনো সুসংহত হয়নি, স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে: কাদের

ফাইল ছবি।

বিজয় এখনো সুসংহত হয়নি, স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিজয়কে সুসংহত করতে পারিনি। স্বাধীনতার শত্রুরা মহান বিজয়কে নস্যাৎ করার জন্য এখনো চক্রান্ত করছে। জঙ্গিবাদ, সাম্প্রদায়িক শক্তি এবং তাদের পৃষ্ঠপোষক বিএনপি ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে।

তিনি বলেন, বিজয়কে নস্যাৎ করতে তারা তৎপরতা চালাচ্ছে। এই অশুভ শক্তি এবং তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সেই পরাজিত শক্তিকে আমরা আবারও প্রতিহত করবো। তাদের সম্পূর্ণভাবে পরাজিত করবো। সেটাই হোক আজকের অঙ্গীকার।

ইউএইচ/

Exit mobile version