Site icon Jamuna Television

ইউক্রেনের খেরসন অঞ্চলে ৪০ দফা মিসাইল হামলা রাশিয়ার

ইউক্রেনের খেরসন অঞ্চলে একদিনে ৪০ দফা মিসাইল হামলা চালালো রাশিয়া। বৃহস্পতিবারের এ হামলায় প্রাণ হারিয়েছেন দু’জন। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ৯ বাসিন্দা। খবর বার্তা সংস্থা এপির।

দু’দিনের ভয়াবহ হামলায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে পুরো অঞ্চল। তীব্র ঠান্ডায় অন্ধকারে লাখো বাসিন্দা। মিসাইলের আঘাতে পুরোপুরি ধ্বংস হয়েছে মূল প্রশাসনিক ভবন। তাছাড়া, স্বেচ্ছাসেবী সংগঠন- রেডক্রসের সহায়তা কেন্দ্রেও পড়েছে গোলাবারুদ। তাতে প্রাণ গেছে এক স্বেচ্ছাসেবী নারী চিকিৎসক এবং এক রোগীর। গেল মাসেই রাশিয়ার দখল থেকে খেরসন পুনর্নিয়ন্ত্রণে নিয়েছিল ইউক্রেনীয় বাহিনী।

দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে চলছে হামলা। বেসামরিক স্থাপনা এবং জ্বালানি কেন্দ্রগুলোকে টার্গেট করা হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভোলকার কুর্ক রাশিয়াকে সতর্ক করেছেন। তার দাবি, বিরতিহীন হামলায় অমানবিক পরিস্থিতির মুখে ইউক্রেনের লাখ-লাখ মানুষ। এই মুহূর্তে দেশটির এক কোটি ৮০ লাখ বাসিন্দার জরুরি সহায়তা প্রয়োজন বলেও জানান তিনি।

ভোলদেমির জেলেনস্কি বলেন, খেরসনে নতুনভাবে রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত রেডক্রসের ভবন। প্রাণ হারিয়েছেন এক স্বেচ্ছাসেবী নারী চিকিৎসক। তার পরিবারের প্রতি ইউক্রেনীয় সরকারের সমবেদনা রইলো। মাত্র একদিনে অঞ্চলটিতে ৪০ দফার বেশি মিসাইল হামলা চালিয়েছে রুশবহর। বিদ্যুৎ কেন্দ্রগুলো ছিল টার্গেট। যে কারণে পুরো খেরসন বিদ্যুৎহীন। অন্ধকারে লাখ-লাখ মানুষ।

ইউএইচ/

Exit mobile version