Site icon Jamuna Television

ফের রিয়ালে যাচ্ছেন রোনালদো!

ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো ও কোচ এরিক টেন হ্যাগের সাপে-নেউলে সম্পর্কের বিচ্ছেদ ঘটে কিছুদিন আগেই। মৌসুমের শুরু থেকেই দুইজনের সম্পর্কে টানাপোড়নের মাঝে ম্যানইউর সাথে রোনালদোর চুক্তি বাতিলের মধ্যে দিয়ে ইতি ঘটে। বিশ্বকাপ থেকে পর্তুগাল ছিটকে যাওয়ার পর থেকেই রিয়ালের একাডেমি মাঠে একক অনুশীলন করছেন রোনালদো। এবার এসেছে নতুন গুঞ্জন, প্রাক্তন ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে পুনরায় মাঠে দেখা যাবে রোনালদোকে।

রাউন্ড অব সিক্সটিন থেকেই পর্তুগালের শুরুর একাদশে সুযোগ মিলছে না পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাদোর। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় পর্তুগাল। ম্যাচ শেষে টানেল দিয়ে হেঁটে যাওয়ার সময় অশ্রুসিক্ত ছিলেন রোনালদো। এরপর দেশে না ফিরে রোনালদো এখন অবস্থান করছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে।

সারা বিশ্বের আলোচিত ক্রীড়া সাংবাদিক ফাব্রাজিও রোমেরোর তথ্যমতে ৭২ মিলিয়নের বিনিময়ে সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের মাঠ মাতাবেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইতিমধ্যেই লস ব্লাঙ্কসরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে বলে মনে করেন তিনি।

লস ব্লাঙ্কসদের মূল দলের সাথে অনুশীলন করতে না পারলেও সমর্থকদের একটা বার্তা তো জানান দিচ্ছেনই তিনি। শেষ পর্যন্ত গুঞ্জনটি সত্যি হলে সান্তিয়াগো বার্নাব্যুতে আবারও সিআরসেভেনকে দেখবেন ফুটবল প্রেমীরা।

/আরআইএম

Exit mobile version