Site icon Jamuna Television

বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্যোগে কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার পর শুরু হয় এ কুচকাওয়াজ। প্যারেড স্কয়ারে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তিন বাহিনী প্রধানসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য এবং কূটনীতিকেরা। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে।

ইউএইচ/

Exit mobile version