Site icon Jamuna Television

মালয়েশিয়াতে ভূমি ধসে নিহত ১৬

আহমাদুল কবির, মালয়েশিয়া:

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় গভীর রাতে ভূমিধসের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরে দেশটির রাজধানীর পার্শ্ববর্তী একটি ক্যাম্পসাইটে ভূমিধসের এ ঘটনায় এক শিশুসহ কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত ৫০ জনেরও বেশি মানুষ উদ্ধার হলেও ২০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। জীবিতদের সন্ধানে ঘটনাস্থলে কাজ করছেন অনুসন্ধান ও উদ্ধারকারী কর্মীরা।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোট ৯২ জন গভীর রাতের এই ভূমিধসের কবলে পড়েন এবং তাদের মধ্যে ৫৯ জনকে নিরাপদে পাওয়া গেছে। এই ঘটনায় ১৬ জন নিহত হওয়া ছাড়াও ৮ জনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেলাঙ্গর রাজ্যের দমকল ও উদ্ধার বিভাগের পরিচালক নোরাজাম খামিস বলেছেন, আনুমানিক ৩০ মিটার (১০০ ফুট) উচ্চতা থেকে ভূমিধসের এই ঘটনা ঘটে এবং এর ব্যাপ্তি ছিল প্রায় এক একর এলাকাজুড়ে।

স্বাস্থ্যমন্ত্রী জালিহা মুস্তফা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, যাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের মধ্যে একজন গর্ভবতী, অন্যদের ছোটখাটো কাটা থেকে শুরু করে মেরুদণ্ডে আঘাত রয়েছে।

এটিএম/

Exit mobile version