Site icon Jamuna Television

বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে: খন্দকার মোশাররফ

বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বলেন, তাদের হাত থেকে দেশের জনগণ মুক্তি চায়।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় জঙ্গিবাদ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করেন তিনি। বলেন, ক্ষমতায় টিকে থাকতে জঙ্গিবাদকে ব্যবহার করছে সরকার। সরকারের কৃতকর্মের বিচার জনগণ করবে বলেও মন্তব্য করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।

ইউএইচ/

Exit mobile version