Site icon Jamuna Television

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জনএফ কেনেডি হত্যাকাণ্ডের ওপর বিপুল নথি প্রকাশ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ডের ওপর ১৩ হাজারের বেশি নথি প্রকাশ করেছে হোয়াইট হাউজ। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) মার্কিন ন্যাশনাল আর্কাইভস এসব নথি প্রকাশ করে। খবর বিবিসির।

এর মাধ্যমে কেনেডি হত্যাকাণ্ড নিয়ে মার্কিন কর্তৃপক্ষের কাছে থাকা নথির প্রায় ৯০ শতাংশই উন্মুক্ত করা হলো। এসব দলিল এখন থেকে অনলাইনে পাওয়া যাবে।

১৯৯২ সালে পাস হওয়া আইন অনুযায়ী মার্কিন সরকারকে ২০১৭ সালের মধ্যে কেনেডি হত্যাকাণ্ডের সব নথি প্রকাশ করার বিধান রাখা হয়। তবে সে আইন মানা হয়নি। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন গেল ১৫ আগস্ট এক নির্বাহী আদেশে নথিগুলো প্রকাশের নির্দেশ দেন। তবে বিশেষ কারণে নথি গোপন রাখারও নির্দেশ দেন তিনি।

প্রেসিডেন্ট থাকাকালে ১৯৬৩ সালের ২২ নভেম্বর টেক্সাসের ডালাসে জন এফ কেনেডিকে গুলি করে হত্যা করা হয়। আলোচিত সেই হত্যাকাণ্ড নিয়ে দীর্ঘসময় ধরে তদন্ত হয়।

এটিএম/

Exit mobile version