Site icon Jamuna Television

বিজয় দিবসে সাতক্ষীরা সীমান্তে পুলিশ ও বিএসএফ শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরা প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ ও ভারতীয় ইমিগ্রেশনের বিএসএফ সদস্যরা। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় দিকে তারা সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাতক্ষীরার ভোমরা ও ভারতের ঘোজাডাঙ্গা সীমান্তের জিরো পয়েন্টে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানানো হয়। উভয় দেশের প্রতিনিধ দল ফুলেল শুভেচ্ছার পাশাপাশি মিষ্টি প্রদান করেন।

বাংলাদেশ ইমিগ্রেশনের পক্ষে নেতৃত্ব দেন ভোমরা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজরিহা হোসাইন। এসময় ভারতীয় বিএসএফ কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর অভিনাস, ইমিগ্রেশন পুলিশের এএসআই অনুপ দত্তসহ উভয় দেশের ইমিগ্রেশন ও বিএসএফ এ ইমিগ্রেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এটিএম/

Exit mobile version