Site icon Jamuna Television

বগুড়ায় শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিজয় দিবস উপলক্ষে বগুড়ায় শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে ছাত্রলীগের দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে নগরীর টেম্পল রোড এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা ছাত্রলীগের নতুন কমিটির সদস্যরা শ্রদ্ধা জানাতে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। একই সময় পদবঞ্চিত ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। ফুল দিতে যাওয়ার পথে প্রথমে হাতাহাতি, পরে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে দু’পক্ষ। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এসজেড/

Exit mobile version