Site icon Jamuna Television

২০২৫ সালে শুরু হবে ক্লাব বিশ্বকাপ: ফিফা প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

নতুন আঙ্গিকের আরেক বিশ্বকাপের ঘোষণা দিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। কাতার বিশ্বকাপের ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এই প্রেসিডেন্ট জানিয়েছেন, ৩২ দল নিয়ে নতুন আঙ্গিকে ২০২৫ সাল থেকে শুরু হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপ। আর এর আয়োজনে থাকবে ফিফা।

এর আগে জিয়ান্নি ইনফান্তিনো ২০২১ সালে চীনে একটি ফিফা টুর্নামেন্ট আয়োজন করার উদ্যোগ নিয়েছিলেন। তবে কোভিড মহামারির কারণে সেই আয়োজন আর দেখেনি আলোর মুখ। ক্লাব বিশ্বকাপের আয়োজনও কতটা বাস্তবসম্মত হবে তার ব্যাপারে রয়েছে জল্পনা-কল্পনা। কারণ স্পোর্টসমেইল জানিয়েছে, এরই মধ্যে ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে আপত্তির কথা জানিয়েছে ৮টি ইউরোপিয়ান জায়ান্ট ক্লাব।

তবে সংবাদ সম্মেলনে ইনফান্তিনো বলেন, পুরুষদের নতুন ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৫ সালে। এতে অংশ নেবে ৩২টি দল। আসরে থাকবে বিশ্বের সেরা সব ক্লাব। তিনি আরও বলেন, অর্থ বরাদ্দের বিষদ আলোচনা শুরু করে ঐক্যমতে পৌঁছুতে হবে। তবে এই প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিতে হবে। ৩২ দলের অংশগ্রহণে আন্তর্জাতিক মানের বিশ্বকাপ আয়োজনের জন্য প্রয়োজনীয় সকল দিকেই গুরুত্ব দেয়া হবে।

তবে, ফিফার এই আয়োজনে খর্ব হতে পারে উয়েফা চ্যাম্পিয়নস লিগের একক আধিপত্য। গুজব আছে, ক্লাব বিশ্বকাপে ১৫০ মিলিয়ন ইউরো প্রাইজ মানির দেয়া কথা ভাবছে ফিফা। ডেইলি মেইল জানিয়েছে, কাতারে গত কয়েক সপ্তাহ ধরেই এ ব্যাপারে দর কষাকষি চলছে। তবে ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে এখনও ইতিবাচক কোনো সংকেত দেয়নি ইউরোপিয়ান জায়ান্ট ক্লাবগুলো।

/এম ই

Exit mobile version