Site icon Jamuna Television

ব্রাজিলিয়ান বিস্ময় বালক এন্ড্রিক এখন রিয়াল মাদ্রিদের

ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস থেকে ফরোয়ার্ড এন্ড্রিক ফেলিপেকে দলে টেনেছে রিয়াল মাদ্রিদ। ২০২৪ সালের জুলাইয়ে মাদ্রিদের ক্লাবটিতে যোগ দেবেন ১৬ বছর বয়সী এই বিস্ময় বালক।

কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিলো গুঞ্জন। এবার দুই ক্লাবের এক বিবৃতিতে নিশ্চিত হলো বিষয়টি। রিয়াল জানিয়েছে, আগামী সপ্তাহে রিয়ালে গিয়ে ক্লাবের ফ্যাসিলিটিজ পরিদর্শন করবেন এন্ড্রিক। পালমেইরাসের ওয়েবসাইটে এন্ড্রিক বলেন, রিয়ালে যোগ দেয়ার আগে খেলোয়াড় হিসেবে আরও উন্নতির চেষ্টা করবেন তিনি।

এন্ড্রিককে ধরা হচ্ছে ব্রাজিলের ভবিষ্যতের অনেক বড় প্রতিভা হিসেবে। পালমেইরাসের একাডেমির হয়ে ১৭৬ ম্যাচে ১৭০ গোল করেছেন এই বিস্ময় বালক। ফিফার আইনে ১৮ বছরের কম বয়সী খেলোয়াড় বিদেশি লিগে খেলতে পারবেন না। ২০২৪ সালের ২১ জুলাই ১৮ বছর পূর্ণ হবে এন্ড্রিক ফেলিপের।

/এম ই

Exit mobile version