Site icon Jamuna Television

ধসে পড়েছে পৃথিবীর সবচেয়ে বড় সিলিন্ডার অ্যাকুরিয়াম

জার্মানির বার্লিনে ধসে পড়েছে প্রায় ৫ তলা সমান উচ্চতার একটি অ্যাকুরিয়াম। এতে আতঙ্ক ছড়িয়েছে বিশাল এলাকাজুড়ে। আহত হয়েছেন ২ জন। পৃথিবীর সবচেয়ে বড় সিলিন্ডার অ্যাকুরিয়াম হিসেবে পরিচিত ছিল এটি।

বার্লিনের প্রাণকেন্দ্র রেডিসন হোটেলে অবস্থিত ছিলো এ অ্যাকুরিয়াম। বিশ্বের সবচেয়ে বড় সিলিন্ডার অ্যাকুরিয়াম হিসেবে খ্যাত এ অ্যাকুরিয়ামটির পানি ধারণ ক্ষমতা ১০ লাখ লিটারের বেশি। বিভিন্ন প্রজাতির দেড় হাজারের বেশি বিরল মাছ রাখা ছিলো বিশাল এ অ্যাকুরিয়ামটিতে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (১৬ ডিসেম্বর) হঠাতই প্রচণ্ড শব্দে ভেঙ্গে পড়ে অ্যাকুরিয়ামটি। চারপাশে ছড়িয়ে পড়ে বিপুল জলরাশি, পানির তোড়ে ভেসে যায় এর চারপাশে থাকা ছোট ছোট স্টল এবং আসবাবপত্র। ছড়িয়ে পড়ে অ্যাকুমরিয়ামের ভেতরে থাকা সব মাছ। পরে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের শতাধিক কর্মী। কীভাবে এতো বিশাল একটি স্থাপনা ভেঙ্গে পড়লো সে বিষয়ে এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ। প্রায় দেড় কোটি ডলার খরচ করে তৈরি করা হয়েছিলো অ্যাকুরিয়ামটি।

ঘটনাস্থলে থাকা বার্লিন পুলিশের মুখপাত্র মার্টিন ডামস বলেন, প্রাথমিকভাবে আমরা মনে করছি, অ্যাকুরিয়ামের সাথে থাকা বিশাল সিলিন্ডার ট্যাংকের বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে। যার ফলে ব্যাপক আকারে পানি লিকেজ শুরু হয়। ভবনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তদন্ত ছাড়া এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

/এসএইচ

Exit mobile version