Site icon Jamuna Television

বর্তমানে দেশে ৩৪ বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। ছবি : সংগৃহীত

কুমিল্লা ব্যুরো:

বর্তমানে দেশে ৩৪ বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। তিনি বলেন, আমরা যখন ক্ষমতা নিয়েছি তখন রিজার্ভের পরিমাণ ছিল মাত্র ৭ বিলিয়ন ডলার। আমরা তা ৪৮ বিলিয়ন ডলারে নিয়ে গিয়েছিলাম। আজকে বিশ্বে যে সংঘাত চলছে সে কারণে আমাদের রিজার্ভ এখন ৩৪ বিলিয়ন ডলার। এটা অনেক বেশি। এছাড়া এটা প্রতিদিন পরিবর্তনও হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মাঝে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এএআর/

Exit mobile version