Site icon Jamuna Television

ইনজুরিতে মেসি! (ভিডিও)

সেমিফাইনালের দ্বিতীয়ার্ধে হ্যামস্ট্রিং নিয়ে অস্বস্তিতে ভুগছিলেন মেসি।

কাতার বিশ্বকাপ ফাইনালের আগে আশঙ্কা দেখা দিয়েছে লিওনেল মেসিকে নিয়ে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, দলের সঙ্গে অনুশীলনে ছিলেন না এলএমটেন।

মেসির ইনজুরি নিয়ে নির্দিষ্টভাবে কোনো সংবাদ পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, কিছুটা সমস্যা হচ্ছে তার। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচেও হ্যামস্ট্রিং নিয়ে অস্বস্তিতে ভুগতে দেখা যায় মেসিকে। আর ম্যাচের আগে দলের সাথে অনুশীলন না করায় শঙ্কা করা হচ্ছে ইনজুরি আছে মেসির। তবে সেটি কতোটা গুরুতর, তা এখনও নিশ্চিত নয়।

মেসির ইনজুরি সংক্রান্ত খবর দেখুন এখানে

এদিকে, সেমিফাইনালে দৃশ্যমান হ্যামস্ট্রিংয়ের অস্বস্তি কাটিয়ে উঠতেই মেসি অনুশীলন করেননি, এমনটাই বলছে গণমাধ্যমগুলো।

/এসএইচ

Exit mobile version