Site icon Jamuna Television

মেট্রোরেলের ভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি

মেট্রোরেলের ভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি জানিয়েছে যাত্রীকল্যাণ সমিতি। কিলোমিটার প্রতি এবং সর্বনিম্ন ভাড়া আরো কমানোর পরামর্শ দিয়েছে সংগঠনটি।

শনিবার (১৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংগঠনের মুখপাত্র বলেন, কলকাতায় সর্বনিম্ন ভাড়া ৬ রুপি, সর্বোচ্চ ৩১ রুপি। আর ঢাকায় সর্বনিম্ন ২০ টাকা আর সর্বোচ্চ ১০০ টাকা। পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের মেট্রোরেলে কিলোমিটার প্রতি ভাড়া থেকে বাংলাদেশে ৪-৫ গুণ বেশি ভাড়া ধরা হয়েছে। কলকাতায় সড়কে সবচেয়ে কম ভাড়া মেট্রোরেলে। সেখানে যাত্রীদের কথা চিন্তা না করে আমলারা যার যার ইচ্ছামতো প্রকল্প ব্যয় বাড়ানোয়, আবার বাস মালিকদের সুবিধা করে দিতে রেলের ভাড়া বাড়ানো হচ্ছে বলে দাবি এ সংগেঠনের।

যাত্রীকল্যাণ সমিতির পক্ষ থেকে বলা হয়, যাত্রীপক্ষের সাথে কোনো আলোচনা না করেই ভাড়া নির্ধারণ গণবিরোধী। বেশি ভাড়ার কারণে দরিদ্র মানুষ মেট্রোরেলে উঠবে না। ভাড়ার কারণে জনপ্রিয় না হলে মেট্রোরেল প্রকল্প মুখ থুবড়ে পড়বে বলে আশঙ্কা যাত্রীকল্যাণ সমিতির।

এসজেড/

Exit mobile version