Site icon Jamuna Television

এবারের নির্বাচনী ঘোষণাপত্রে থাকবে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার: ওবায়দুল কাদের

এবারের জাতীয় সম্মেলন ও নির্বাচনী ঘোষণাপত্রে থাকবে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়েছি। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়বো।

শনিবার (১৭ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে ২২তম কাউন্সিল উপলক্ষে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সভা শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এ সময় বিএনপি নেতাদের জবাবে ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনের মেনিফেস্টোতে থাকবে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার। পদ্মা সেতু করেছি, মেট্রোরেল করেছি, রাস্তাঘাট-সেতু করেছি, একদিনে একশ সেতু উদ্বোধন করেছি। টানেলও উদ্বোধনের অপেক্ষায়। তাহলে ছলচাতুরি কোথায় করলাম? আওয়ামী লীগ নয়, জাতির সাথে ছলচাতুরি করে বিএনপি।

এসজেড/

Exit mobile version