Site icon Jamuna Television

ব্যয় কমিয়ে দলের ২২তম জাতীয় সম্মেলন হবে সাদামাটা: নানক

জাহাঙ্গীর কবির নানক। ফাইল ছবি।

এবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের ব্যয় কমিয়ে সাদামাটাভাবে আয়োজন করা হবে বলে জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। কাউন্সিল একদিনে শেষ হবে বলেও জানান তিনি।

শনিবার (১৭ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি পরিদর্শন করেন মঞ্চ ও সাজসজ্জা উপকমিটি। সেখানে উপস্থিত হয়ে এসব কথা বলেন জাহাঙ্গীর কবির নানক।

এরই মধ্যে আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চ তৈরি ও সাজসজ্জার কাজ শুরু হয়েছে। পুরোদমে চলছে প্রস্তুতি। সম্মেলনের আয়োজন সাদামাটাভাবে হলেও নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার কোনো কমতি নেই। এর আগে ২১তম জাতীয় সম্মেলন হয়েছিল ২০১৯ সালে।

এসজেড/

Exit mobile version