Site icon Jamuna Television

ভারতে বিষাক্ত চোলাই মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৬৫

ভারতের বিহারে বিষাক্ত চোলাই মদপানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫। গত ৬ বছরে এমন ট্রাজেডি দেখেনি বিহার। খবর এনডিটিভি।

এর আগে, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিহারের চাপড়া জেলায় বিষাক্ত চোলাই মদপানে ৩১ জনের মৃত্যু হয়, গুরুতর অসুস্থ অবস্থায় আরও অন্তত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থরা সবাই দৃষ্টিশক্তি হারিয়েছেন। গত মঙ্গলবার থেকেই মদপানের ফলে অসুস্থতার খবর পাওয়া যাচ্ছিল।

বিহারে ২০১৬ সাল থেকে চোলাই মদ উৎপাদন, বিক্রি এবং সেটি পান করা কঠোরভাবে নিষিদ্ধ। তবুও মদপান কিছুতেই নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না এই অঞ্চলে।

এসজেড/

Exit mobile version