Site icon Jamuna Television

আজ থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট

ফাইল ছবি।

আজ শনিবার থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। সকাল ৭টা ৫৫ মিনিটে ৪১৯ হজযাত্রী নিয়ে বিমানের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে।

এ সময় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহাজান কামাল হজ যাত্রীদের বিদায় জানাবেন। এজন্য আগেই এসব হজযাত্রীরা রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে উপস্থিত হন। সেখানে স্বাস্থ্য পরীক্ষা সার্টিফিকেট সংগ্রহসহ নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। পরে নেয়া হবে বিমানবন্দরে।

এই ফ্লাইটসহ আজ মোট তিনটি বিশেষ হজ ফ্লাইট ছেড়ে যাবে। এ ছাড়াও একটি নিয়মিত ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে জেদ্দা যাবেন হজযাত্রীরা।

এবার হজে যাবেন ১ লাখ ২৬ হাজার ৭৯৮জন। এর মধ্যে ১ লাখ ২০ হাজার যাবেন বেসরকারি ব্যবস্থাপনায় আর বাকিরা যাবেন সরকারি ভাবে।

Exit mobile version