Site icon Jamuna Television

সরকার ব্যর্থতা আড়াল করে ইতিহাস বিকৃত করছে: ড. মোশাররফ

ক্ষমতায় টিকে থাকতে ব্যর্থতা আড়াল করে ইতিহাস বিকৃত করছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশররফ হোসেন।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাবে বিজয় দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, প্রতিনিয়ত মানুষকে বিভ্রান্ত করছে সরকার। ভূলুণ্ঠিত করছে মুক্তিযুদ্ধের চেতনা।

জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণে জনগণের কোনো কথা নেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ভোটে নির্বাচিত নয় বলেই সরকার প্রধান এ ধরনের কথা বলেছেন। বাংলাদেশে বর্তমানে অলিখিত বাকশাল চলছে। জনমত উপেক্ষা করে সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে।

/এমএন

Exit mobile version