Site icon Jamuna Television

ছেলেকে জঙ্গিবাদে জড়াতে সহযোগিতা ও অর্থায়ন করায় জামায়াত আমির গ্রেফতার: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ফাইল ছবি।

জামায়াতের আমির নিজের ছেলেকে জঙ্গিবাদে জড়াতে সহযোগিতা করেছে, অর্থায়ন করেছে। সেজন্যই ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ( ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে রাজারবাগে বিজয় দিবস উপলক্ষ্যে পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি। বলেন, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কেউ ছিনিমিনি খেলার চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না। নগরবাসীর নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা হলে পুলিশ বসে থাকবে না।

এ সময় দুই জঙ্গি ছিনতাইয়ের বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের অনেককে শনাক্ত করা হয়েছে। যাদের গাফিলতি ছিল, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

/এমএন

Exit mobile version