Site icon Jamuna Television

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেও উদযাপন হবে না স্কালোনির জন্মস্থানে

বহু ঘাত-প্রতিঘাত পেরিয়ে অবশেষে ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। তবে ৩৬ বছর পর স্বপ্নের শিরোপা জিতলেও কোনো উচ্ছ্বাস-উৎসব হবে না দলটির কোচ লিওনেল স্কালোনির জন্মস্থান পুজাতো গ্রামে। বিষয়টি নিজেই ঘোষণা দিয়েছেন ওই অঞ্চলের মিউনিসিপালিটি প্রেসিডেন্ট। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের পুজাতো নামের এই গ্রামেই জন্ম ও বেড়ে ওঠা স্কালোনির। গ্রামটির বর্তমান বাসিন্দা ৩ হাজার ৭০০ জন। ফুটবল জগতে আর্জেন্টিনার আজকের অবস্থানের পেছনে একটা বিরাট ভূমিকা আছে স্কালোনির। ফলে বিশ্বকাপের শিরোপা জিতলে আর্জেন্টিনার এই গ্রামে দ্বিগুণ আনন্দ ও উচ্ছ্বাস পালন হওয়ার কথা। কিন্তু আর্জেন্টিনা জিতলেও পুজাতোতে কোনো রকম উৎসব হবে না বলে ঘোষণা দিয়েছেন মিউনিসিপালিটির প্রেসিডেন্ট ড্যানিয়েল কোয়াকুয়ারিনি।

মিউনিসিপালিটির প্রেসিডেন্ট ড্যানিয়েল কোয়াকুয়ারিনি বলেন, সবকিছুরই একটা সঠিক সময় থাকে। তাই বিশ্বকাপে জয়ী হলেও আমরা উদযাপন করবো না। লিওনেল স্কালোনির প্রতি আমাদের ভালোবাসা প্রকাশের সঠিক সময় অবশ্যই আসবে, তবে এখন নয়।

মূলত, এই গ্রামের জনৈক এক ব্যক্তির মৃত্যু হয়েছে সম্প্রতি। অগাস্টিন ফ্রাতিনি নামে এই ব্যক্তি পুজাতো গ্রামের বাসিন্দাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সম্প্রতি গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। তাতে শোকাবহ গোটা গ্রাম। ফলে এ পরিস্থিতিতে বিশ্বকাপ জিতলেও কোনো আনন্দ-উৎসব করা হবে না সেখানে।

নিহত অগাস্টিনের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন স্কালোনিও। নেদারল্যান্ডস ম্যাচের পর তিনি বলেছিলেন, পুজাতোর প্রত্যেক অধিবাসীকে জড়িয়ে ধরতে চাই। খুব দুঃখের মধ্যে রয়েছে ওরা। গ্রামের একটি ছেলে মারা গেছে। গোটা ফ্রাতিনি পরিবারকে আমার তরফ থেকে শ্রদ্ধা এবং সমবেদনা।

এসজেড/

Exit mobile version