Site icon Jamuna Television

বন্ধুরাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট করতে বিএনপি উসকানি দিচ্ছে: ওবায়দুল কাদের

কূটনীতিকদের নিরাপত্তার কোনো ঘাটতি নেই। বন্ধুরাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট করতে বিএনপি উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীতে আওয়ামী লীগের বিজয় মিছিলে এ মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি ১০ তারিখকে লাল কার্ড দেখিয়েছে আওয়ামী লীগ। আবার ৩০ তারিখও তাই দেখবে।

মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগ নেতারা বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো সম্ভব না। বিএনপি যদি আবার আগুন সন্ত্রাস শুরু করে তাহলে তাদের শিকড় উপড়ে ফেলার হুমকিও দেন তারা। বিজয় মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু করে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হবে।

/এমএন

Exit mobile version