Site icon Jamuna Television

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৮ অভিবাসী গ্রেফতার

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত ১.৩০ মিনিটে সেলাঙ্গর রাজ্যের ডেংকিল এলাকার একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, এ অভিযানের সময় ৬৩ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। তাদের মধ্য থেকে বৈধ কোনো কাগজ নেই এমন ৪৮ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার ২৫ জন পুরুষ ও পাঁচ নারী, ১২ জন বাংলাদেশি নাগরিক, পাঁচজন মিয়ানমারের নাগরিক এবং একজন ভিয়েতনামী নারী রয়েছেন। তাদের বয়স ১৮ থেকে ৫৩ বছর পর্যন্ত।

অভিবাসন বিভাগ বলছে, গ্রেফতারকৃতরা ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩ লঙ্ঘন করেছে। তাদেরকে তদন্ত ও পরবর্তী পদক্ষেপের জন্য লেংগেং ইমিগ্রেশন ডিপো নেগেরি সেম্বিলানে রাখা হয়েছে।

এসজেড/

Exit mobile version