Site icon Jamuna Television

‘বাংলাদেশের শিক্ষা ও অর্থনীতি বিষয়ে সহযোগিতা করবে চীন’

অর্থনীতি, শিক্ষা ও সাংস্কৃতিক অগ্রযাত্রায় চীন-বাংলাদেশ একসাথে এগিয়ে যেতে চায় বলে জানিয়েছেন দেশটির অর্থ ও বাণিজ্য বিষয়ক কাউন্সিলর সং ইয়াং।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে চীন-বাংলাদেশ মানব সম্পদ উন্নয়ন সহযোগিতা বিষয়ক সভা ও বাংলাদেশ থেকে চীনে যাওয়া বিভিন্ন প্রশিক্ষণার্থীদের মিলনমেলায় এমনটা জানিয়েছেন তিনি। এ সময় অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা রয়েছে। এই সহযোগিতা কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে জনবলের দক্ষতা উন্নয়ন বিষয়ক কার্যক্রম বাড়ানো দরকার। এ সময় তিনি করোনা পরিস্থিতি ভালো হওয়ায় সরাসরি উপস্থিতির মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচির ওপর জোর দেন।

অনুষ্ঠানে চীনে প্রশিক্ষণ নিতে যাওয়া সরকারের বিভিন্ন দফতরের বেশ কয়েকজন প্রশিক্ষণার্থী তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। বিভিন্ন খাতে দুই দেশের জনবলের দক্ষতা উন্নয়নে এই কার্যক্রম কার্যকরী এবং ভবিষ্যতে ফলপ্রসূ হবে বলেও মত দেন বক্তারা।

/এমএন

Exit mobile version