Site icon Jamuna Television

গাজীপুরের কোনাবাড়ীতে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

গাজীপুরের কোনাবাড়ীতে আগুনে পুড়ে এক দম্পতি মারা গেছেন। নিহতরা হলেন- শফিকুর রহমান ও তার স্ত্রী নাসরিন আক্তার। তাদের উভয়ের গ্রামের বাড়ি নীলফামারী জেলার ডিমলা থানার ডাঙ্গারহাট গ্রামে।

শনিবার (১৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে নগরের কোনাবাড়ী থানার শিকদারপাড়া এলাকার শুকুর শিকদারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত দম্পতি কোনাবাড়ী থানার জরুন শিকদারপাড়া এলাকায় একটি ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। শনিবার ভোরে বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী ওই ফ্ল্যাটে আগুন দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে ভেতর থেকে লাগানো স্টিলের দরজা ভেঙ্গে খাটের ওপর থেকে নাসরিনের ও ফ্লোর থেকে শফিকুরের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে কোনাবাড়ী থানার ওসি কেএম আশরাফ উদ্দিন জানান, ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধারের করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এএআর/

Exit mobile version