Site icon Jamuna Television

জাকির-শান্ত-সাকিবের ব্যাটে শেষ দিনে গড়ালো ম্যাচ, উঁকি দিচ্ছে হার

চট্টগ্রাম টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৭২ রান করে চতুর্থ দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। জয়ের জন্য আরও ২৪১ রান প্রয়োজন টাইগারদের। ব্যাট হাতে সাকিব আল হাসান ৪০ এবং মেহেদী মিরাজ ৯ রানে অপরাজিত আছেন।

৫১৩ রানের বিশাল টার্গেটে আগের দিনের দুই অপরাজিত ব্যাটার নাজমুল শান্ত ও জাকির হাসান ধরে রাখেন ভালো শুরুটা। উমেশ-অশ্বিনদের বিপক্ষে লড়াই করে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নেন শান্ত। তবে ব্যক্তিগত ৬৭ রানের মাথায় উমেশ যাদবের বলে পান্থের হাতে ধরা পড়েন এই ব্যাটার। বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি ইয়াসির রাব্বি ও লিটন দাস।

তবে ইতিহাস রচনা করেন অভিষিক্ত জাকির হাসান। প্রথম বাংলাদেশি ওপেনার হিসেবে অভিষেক টেস্টেই তুলে নেন সেঞ্চুরি। ২৩ রানে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিকুর রহিম। স্ট্যাম্পিং হয়ে আক্সার প্যাটেলের শিকার হন নুরুল হাসান। এর আগে প্রথম ইনিংসে ভারতের করা ৪০৪ রানের জবাবে মাত্র ১৫০ রানে অলআউট হয় বাংলাদেশ। আর দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৫৮ রান করে ইনিংস ঘোষণা করে সফরকারীরা।

/এমএন

Exit mobile version