Site icon Jamuna Television

মিয়ানমার এবং আফগানিস্তানের দূত ইস্যুতে এখনই কোনো সিদ্ধান্ত নেবে না জাতিসংঘ

ফাইল ছবি

মিয়ানমার এবং আফগানিস্তানের দূত ইস্যুতে এখনই কোনো সিদ্ধান্ত নেয়া হবে না- বলে জানিয়েছে জাতিসংঘ। দীর্ঘ বিতর্কের এ তথ্য জানিয়েছে সংস্থাটির কাউন্সিল।

জাতিসংঘ জানিয়েছে, এই ইস্যুতে ২০২৩ সালে অনুষ্ঠেয় ৭৭তম সাধারণ অধিবেশনের আগে কোনো সিদ্ধান্ত জানানো সম্ভব হবে না। মিয়ানমার, আফগানিস্তানের রাষ্ট্রদূত জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে পারবেন কি না তা নিয়ে বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরেই। শুক্রবার (১৬ ডিসেম্বর) এ ইস্যুতে জাতিসংঘে ভোটাভুটিও হওয়ার কথা ছিলো।

এর আগে, রোহিঙ্গা নিপীড়নের পাশাপাশি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ভেঙ্গে দেয়ায় জাতিসংঘের চাপের মুখে পড়ে নেইপিদো। জাতিসংঘের বিভিন্ন অধিবেশনেই একাধিকবার উঠে আসে মিয়ানমারের সামরিক জান্তার নির্যাতনের বিষয়টি।

এর পাশাপাশি, আফগানিস্তানে তালেবান সরকারের ক্ষমতা দখল নিয়েও ব্যাপক আলোচনা হয়। প্রশ্ন ওঠে এ দেশ দুটিতে জাতিসংঘের দূত নিয়োগ দেয়া নিয়ে।

/এসএইচ

Exit mobile version