Site icon Jamuna Television

আমি প্রস্তুত: মেসি

ছবি: সংগৃহীত

অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। তারপর কাতার বিশ্বকাপ ২০২২ এর শিরোপার লড়াইয়ে নামতে যাচ্ছে ৩৬ বছর শিরোপা না পাওয়া আর্জেন্টিনা ও গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্স। পুরো বিশ্ব মুখিয়ে আছে এই লড়াই দেখার জন্য।

লড়াইয়ে নামার আগে লিওনেল মেসি সমর্থকদের উদ্দেশে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছেন তিনি প্রস্তুত। পোস্টে তিনি লেখেন, আমি প্রস্তুত, চলো আর্জেন্টিনা। পরে হ্যাশট্যাগ দিয়ে তিনি আরও বলেন, কোনোকিছুই অসম্ভব না।

এবারের আসরে গোল্ডেন বুটের দৌড়ে সবার ফ্রান্সের এমবাপ্পের সাথে সমান পাঁচ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন মেসি। পাশাপাশি গোল্ডেন বলের লড়াইয়েও বেশ এগিয়ে আছেন তিনি। গোল করার পাশাপাশি, বেশ সুযোগ তৈরি, গোলে সহায়তা ও দুর্দান্ত প্লে-মেকিংয়ে দলকে ফাইনালে তুলতে সেরাটা দিয়েছেন এলএমটেন। 

/এনএএস

Exit mobile version