Site icon Jamuna Television

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জর্ডানের রাজপথে হাজারো মানুষ

দিন-রাত সড়ক অবরোধ করে প্রতিবাদ করছেন জর্ডানিজরা।

নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং জ্বালানির মূল্য বৃদ্ধির জেরে জর্ডানে সপ্তাহব্যাপী অব্যাহত রয়েছে বিক্ষোভ। শুক্রবার, দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর মানের সড়ক অবরোধ করেন হাজারো আন্দোলনকারী। এদিন, খাদ্যপণ্য, ডিজেল, পেট্রোলের দাম কমানোর দাবিতে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

মান ছাড়াও বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। রাজধানী আম্মানের সাথে সড়ক যোগাযোগ বন্ধ করে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। জ্বালানি মূল্য বৃদ্ধির প্রতীবাদে ট্রাক চালকরাও যোগ দিয়েছে আন্দোলনে।

এদিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে ছড়ায় সংঘাত। এ সংঘাতে গুরুতরভাবে আহত হয়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী এবং পুলিশ সদস্য। নিরাপত্তা বাহিনী ব্যাপক ধরপাকড় চালিয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। বেশ কিছু এলাকায় ইন্টারনেট সেবা বন্ধের অভিযোগও উঠেছে প্রশাসনের বিরুদ্ধে।

/এসএইচ

Exit mobile version