Site icon Jamuna Television

রেল লাইনের পাশে পড়ে আছে অজ্ঞাত লাশ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া রেল লাইনের পাশে অজ্ঞাত (৩৫) যুবকের লাশ পড়ে রয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত পুলিশ বা রেল কর্তৃপক্ষ কেউ লাশটি উদ্ধার করেনি। লাশটির পরনে লুঙ্গী ও গায়ে গেঞ্জি রয়েছে।

স্থানীয়রা জানান, আগমুন্দিয়া গ্রামের রেল লাইনের পাশে জঙ্গলের মধ্যে সকাল ৮টার দিকে স্থানীয় কৃষকরা লাশটি দেখতে পায়। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এবং মুখ ভারী কিছু দিয়ে থেতলে দেওয়া হয়েছে। স্থানীয়রা ধারণা করছে তাকে হত্যা করে কেউ ফেলে রেখে গেছে।

কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান জানান, কিছুক্ষণ আগে খবর পেয়েছি। লাশ যেহেতু রেল লাইনের পাশে তাই রেলওয়ে জিআরপি থানা উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

Exit mobile version