Site icon Jamuna Television

ড্রেসিংরুমে মেসির রুদ্রমূর্তিতে মুগ্ধ জাবালেতা

ছবি: সংগৃহীত

শুরুটা বাজেভাবে হলেও কাতার বিশ্বকাপ যাত্রায় সম্ভাব্য সেরা সমাপ্তির সামনে এখন লিওনেল মেসি ও আর্জেন্টিনা। সৌদি আরবের সাথে হেরে হোঁচট খায় আলবিসেলেস্তেদের শিরোপা স্বপ্ন। তবে, এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ায় আকাশি-সাদা শিবির। ব্রিটিশ মিরর জানাচ্ছে, সৌদি আরবের বিপক্ষে হারের পর ড্রেসিংরুমে দেখা গেছে লিওনেল মেসির রুদ্রমূর্তি। আর সতীর্থদের প্রতি এলএমটেনের সেই কথাগুলোয় মুগ্ধ হয়েছেন মেসির সাবেক সতীর্থ পাবলো জাবালেতা।

ম্যানচেস্টার সিটি ও আর্জেন্টিনার সাবেক রাইট ব্যাক জাবালেতা ইএসপিএনকে বলেন, সৌদি আরবের কাছে হেরে যাওয়ার পর মেসির নেতৃত্বগুণের যে প্রকাশ দেখেছি, তা আমার কাছে একদমই নতুন। এরপর থেকেই কাঁধে বিশাল দায়িত্ব এবং চারিত্রিক দৃঢ়তা নিয়ে দলকে টেনে নিয়ে যাচ্ছে সে। তার ব্যক্তিত্বের মাঝে রাগের কিছুটা বহিঃপ্রকাশ দেখেছি। সে জানে, এটাই হয়তো তার শেষ বিশ্বকাপ। আর যা হচ্ছে তা সম্পূর্ণই ইতিবাচক, আর আমি এমনটা দেখতে খুবই পছন্দ করছি। স্কোয়াডের বাকি খেলোয়াড়রা আর্জেন্টিনার জন্য যেভাবে নিজেদের উজাড় করে দিয়েছে, ঠিক তেমনিভাবে মেসির জন্যও খেলছে ওরা।

ফাইনালের আগে নকআউট পর্বের তিন ম্যাচেই গোল পেয়েছেন লিওনেল মেসি। স্কোয়াডের বাকিরাও দেখাচ্ছেন দৃঢ়তা। রক্ষণভাগ, মাঝমাঠ ও আক্রমণভাগের মাঝে সমন্বয়ও হয়ে আসছে দারুণ। ডাচদের বিপক্ষে বিভিন্ন যায়গায় তাকে খেলতে দেখা যায়। আর্জেন্টিনা টাইব্রেকারে জিতে শেষ চারে জায়গা করে নেয়। মেসি ম্যাচ শেষে ডাচ কোচ লুই ভ্যান গালের মুখোমুখি হন যখন এই প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মেসিকে এবং তার সতীর্থদের সম্পর্কে বাজে মন্তব্য করেছিলেন।

/এমই

Exit mobile version