Site icon Jamuna Television

মহিউদ্দীন চৌধুরীর স্মরণসভায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের হাতাহাতি

সাবেক মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরীর স্মরণসভায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের চেয়ার ছোঁড়াছুড়ি ঘটনা।

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণসভায় আওয়ামী লীগের দু’পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।

শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরের জিমনেশিয়াম মাঠে স্লোগান দেয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নগর ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ যৌথভাবে এ স্মরণসভায় আয়োজন করেছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিকেলে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের সঞ্চালনায় স্মরণসভা শুরু হয়। স্মরণসভায় লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর ও নগর  স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল হাসনাত মোহাম্মদ বেলালের অনুসারীরা স্লোগান দিতে শুরু করেন। একইসঙ্গে নগর যুবলীগ নেতা সরওয়ার মোর্শেদ কচির অনুসারী নেতাকর্মীরাও স্লোগান দেন। স্লোগান দেয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। পরে সিনিয়র নেতারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তবে এই বিষয়ে বিবাদমান দুটি পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত (ওসি) জাহেদুল কবির বলেন, জিমনেশিয়াম মাঠে সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভার বাহিরে পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিল। ভিতরে কোনো ঝামেলা হয়েছে কিনা আমরা তা জানি না। তাছাড়া কোনো ধরনের অভিযোগ থানায় আসেনি বলেও জানান তিনি।

/এম ই

Exit mobile version