Site icon Jamuna Television

ইরানে হিজাব আন্দোলনের পক্ষে কথা বলায় গ্রেফতার অভিনেত্রী

ইরানে হিজাব আন্দলোলনের পক্ষে কথা বলায় এক অভিনেত্রীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তার বিরুদ্ধে বিশৃঙ্খলা উসকে দেয়ার অভিযোগ আনা হয়েছে। খবর এএফপির।

গ্রেফতার অভিনেত্রীর নাম তারানেহ আলিদুস্তি। ২০১৬ সালের অস্কার বিজয়ী চলচ্চিত্র “দ্য সেলসম্যান”-এ তার ভূমিকার জন্য সবচেয়ে বেশি পরিচিত তিনি। তিনি সর্বশেষ ৮ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছিলেন।

আলিদুস্তি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন যাতে লেখা ছিলো, আপনি নীরব আছেন মানে আপনিও নিপীড়কের সমর্থক। ক্যাপশনে তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোকে সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

এর আগে ২০২০ সালে নৈতিক পুলিশ বাহিনী নিয়ে সমালোচনার জেরে পাঁচ মাসের জন্য বহিষ্কার হয়েছিলেন ৩৮ বছর বয়সী এ অভিনেত্রী। জিজ্ঞাসাবাদকালে তার পোস্টের পক্ষে কোনো প্রমাণ দেখাতে না পারায় গ্রেফতার করেছে পুলিশ।

এটিএম/

Exit mobile version