আশঙ্কাজনক হারে করোনা বিস্তারের জেরে ফের অনলাইন শিক্ষা কার্যক্রম চালু হয়েছে চীনের সবচেয়ে বড় শহর সাংহাইয়ে। শনিবার (১৭ ডিসেম্বর) সাংহাই এডুকেশন ব্যুরো নিশ্চিত করেছে এ তথ্য। খবর রয়টার্সের।
কর্তৃপক্ষ জানায়, সোমবার থেকে চালু হবে এ নিয়ম। কিন্ডারগার্টেন এবং শিশু কেয়ার সেন্টারগুলোও বন্ধের নির্দেশনা দিয়েছে প্রশাসন। সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত জারি থাকবে এ বিধিনিষেধ।
সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও চাপ বেড়েছে দেশটির অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র এবং আইসিইউতে। গেলো মাসে বিক্ষোভের মুখে করোনা বিধিনিষেধ শিথিল করে দেশটির কর্তৃপক্ষ। এরপরই হুহু করতে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা।
এছাড়া আসন্ন চান্দ্রবর্ষ উদযাপন উপলক্ষ্যে সংক্রমণের হার ভয়াবহ রূপ নেবে বলে শঙ্কা জানানো হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক পূর্বপ্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। কেবলমাত্র জনবহুল সাংহাই শহরে হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো হয়েছে ২ লাখ ৩০ হাজার।
এটিএম/

