Site icon Jamuna Television

ভোলার মেঘনায় ডাকাত আতঙ্ক; দিনেও নেই নিরাপত্তা

ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে জেলেদের মাঝে চলছে ডাকাত আতঙ্ক। সকাল, সন্ধ্যা কিংবা রাত, সব সময়ই দেখা দিয়েছে নিরাপত্তাহীনতা। মুক্তিপণ দিয়ে নিঃস্ব অনেক জেলে। কেউ জীবন বাঁচাতে ছেড়েছেন পেশা। চরম কষ্টে দিন কাটলেও পুলিশের কাছে অভিযোগ জানাতেও ভয় উপকূলের জেলেগোষ্ঠীর।

রাতের আঁধারে মাঝ নদীতে জেলেদের ওপর হামলা চালায় সংঘবদ্ধ ডাকাতদল। ট্রলার, জাল, মাছ সহ অপহরণ করা হয় জেলেদের। চাওয়া হয় মুক্তিপন। তা দিয়েই মেলে মুক্তি। গেলো একমাসে এমন ভুক্তভোগী অন্তত ৩০ জেলে।

শুধু রাতই নয় দিনের আলোতেও নিরাপদ নন জেলেরা। ডাকাতদের ভয়ে প্রশাসন বা পুলিশের কাছেও কিছু জানাতে পারছেন না জেলেরা। জীবন বাঁচাতে কেউ কেউ পেশা ছেড়ে দিয়ে এখন চরম কষ্টে দিন কাটাচ্ছেন। মাছ ধরা কমে যাওয়ায় মন্দা দেখা দিয়েছে মৎস্য ব্যবসায়ীদেরও।

সাম্প্রতিককালে মেঘনা নদীর দুর্ধর্ষ ডাকাতদল আবদুল্লাহ বাহিনী প্রধানসহ ৪ ডাকাতকে পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক করে কোস্টগার্ড।

ভোলার তজুমদ্দিন উপজেলায় বেসরকারি হিসেবে প্রায় ৩০ হাজার জেলে রয়েছে। এদের মধ্যে সরকারিভাবে নিবন্ধিত জেলের সংখ্যা ১৭ হাজার ৫০৬ জন।

এটিএম/

Exit mobile version