Site icon Jamuna Television

ফাইনালের আগে ফিফা প্রেসিডেন্টকে বিশেষ উপহার দিলেন নোরা ফতেহি

ফ্রান্স নাকি আর্জেন্টিনা, বিশ্বকাপের ময়দানে এ নিয়ে চলছে উত্তেজনা। ঠিক খেলার আগের রাতে ফিফা প্রেসিডেন্টের সাথে দেখা করলেন নোরা ফাতেহি। দিলেন বিশেষ উপহার।

হাতে লাল রঙের বাক্স। তা মোড়ানো আবার সবুজ ফিতা দিয়ে। নোরা সেটি দিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্তিনোকে। কিন্তু কী রয়েছে ভেতরে?

বাক্সটি খোলার পর ভেতর থেকে বেরিয়ে এলো এক জোড়া লাল জুতা। তলায় নরম কাঁটা। জুতা জোড়া ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন ফিফা প্রেসিডেন্ট। বললেন, বাহ এটি আমার খুব পছন্দ হয়েছে। এটা সোজা আমার অফিসে যাবে।

ফিফা প্রেসিডেন্ট ইনফ্যান্তিনোকে খুশি হতে দেখে নোরা এসময় বলেন, আপনার পছন্দ হয়েছে, এতেই আমি ধন্য। এই জুতা জোড়া দেখলেই আপনার আমাদের কথা মনে পড়বে।

নোরা জানান, এই জুতা জোড়া নাকি ইনফ্যান্তিনোর জন্যই বিশেষভাবে তৈরি। বিশ্বকাপ ফাইনালে তাকে আমন্ত্রণ জানানোর জন্যই গিয়েছিলেন সেখানে।

সূত্র: আনন্দবাজার।

এটিএম/

Exit mobile version